আম সাইজ কাঠের সঠিক হিসাব | Accurate calculation in mango size wood by Al Madina Traders Savar

বিল্ডিং সাটারিং সাইজ আম কাঠের সঠিক হিসেব কিভাবে করে জানুন: AL Madina Traders -Shuttering Wood Supply Dhaka

আম সাইজ কাঠের সঠিক হিসাব

এখানে সাইজ কাঠের বিক্রির হিসাব করা হবে ইঞ্চি/ফুট ও সুতার মাপ ধরে


১"(ইঞ্চি) পাকা সাইজ কাঠের সঠিক হিসাবঃ

সাধারনত সাটারিং কাঠ ভালো টেকসই পেতে ১" পাকা সাইজে দল/থ্রিকনেস/পুরত্ত রাখাটা অতি প্রয়োজন ।

তাই যদি ১" পাকা থাকে তবে সাইজ বিক্রয় হয় ওভার হিসাবে ।

এখানে ওভার হিসাব মানে, স'মিলে চেরাই এর ব্লেড এর ঘাড়তি ১'''(সুতা) কে বুঝাই।

আমরা জানি ৮'''(সুতা)-তে ১"(ইঞ্চি), {.১২৫*৮=১ইঞ্চি}

তাহলে কাঠের পুরত্ত ১"(ইঞ্চি) পাকা হলে ওভার হিসাবে ধরতে হবে ১.১২৫ 

উদাহরনঃ

একটি কাঠ= ১" পুরত্ত, ৬" চওড়া ও ৫ ফুট লম্বা=?

( চওড়া * ফুট * পুরত্ত +.১২৫ / ১৪৪ = পিছ )
( ৬ * ৫ * ১.১২৫ /১৪৪ * ১ = ০.২৩ )

আম সাইজ কাঠের সঠিক হিসাব:

১"(ইঞ্চি) পাকা সাইজ কাঠের ভুল হিসাবঃ

কিছু অসাধু ব্যাবসায়ী আছেন যারা হয়তো অনেকেই হিসাব জানে না তাই তাদের মৌখিক ভাবে বলে "শোয়া " মানে ১.২৫ 
বলে রাখি, ১.২৫ মানেই ২'''(সুতা) ওভার নিচ্ছে যা প্রতি ১০০ সি এফ টি সাইজ কাঠে ১২.৫০ সি এফ টি মাল চুরি করে নিচ্ছে।

উদাহরনঃ

একটি কাঠ= ১" পুরত্ত, ৬" চওড়া ও ৫ ফুট লম্বা=?

( চওড়া * ফুট * পুরত্ত +.১২৫ / ১৪৪ = পিছ )
( ৬ * ৫ * ১.২৫ /১৪৪ * ১ = ০.২৬ )

তবে এখানে আরও কিছু ভুল হিসাব জানার আছে

যেমন, স্ট্রকক্রিত সাইজ আম কাঠ যদি ১০০% এর ভিতর ৭০/৮০%-ই  ৭'''(সুতা) হয়ে থাকে তাহলে সঠিক হিসাব অনুযায়ী তা হিসাব ধরতে হবে বরাবর ১"(ইঞ্চি) হিসাবে, কারন ওভার মানেই ১'''(সুতা) হয়ে থাকে যা সাধারনত স'মিলে গোল চিরাই করতে গেলে করাত/ব্লেড এর ক্ষয় বাবদ ঘাড়তি।

কিন্তু বর্তমানে কিছু ব্যাবসায়ী মার্কেট থেকে ২০/৫০ টাকা মূল্য কম রেখে ৭'''(সুতা) মাল দিয়ে সেই ১.১২৫(২ সুতা অতিরিক্ত) বা ১.২৫(৩ সুতা অতিরিক্ত) হিসাবেই রেখে যাচ্ছে ।

Last Updated:

1 Comments